'জনতার কথা'-র মুখোমুখি অভিনেত্রী মৌলী দত্ত
অপরাজিতা অপু ধারাবাহিকে বর্ষার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতেছেন অভিনেত্রী মৌলী দত্ত। এই ধারাবাহিক এখন শেষ। তাই এখন বেশ কয়েকদিন ফাঁকা রয়েছেন মৌলী। এর মধ্যে সময় বের করে জনতার কথা-র মুখোমুখি টলিউড অভিনেত্রী।জনতার কথাঃ দেড় বছরের বেশি সময় চলার পর হঠাৎ অপরাজিতা অপু শেষ হয়। কি বলবে।মৌলীঃ দেখো আমাদের সিরিয়ালটা শেষ হওয়ার কথা ছিল না। হঠাৎ করেই সিরিয়াল শেষ করার সিদ্ধান্তটা নেওয়া হয়। কেন হয়েছে জানিনা বিষয়টা। আমরা যখন সোনার সংসার অ্যাওয়ার্ডে যাই তখন হালকা করে বিষয়টা জানতে পারি যে আমাদের সিরিয়ালটা শেষ হবে। আমি তখন বিষয়টা নিয়ে গুরুত্ব দিইনি। কারণ অনেক গসিপই তো হয় অনেক সিরিয়াল নিয়ে। কিছুদিন পর আমরা জানতে পারি যে অপরাজিতা অপু শেষ হচ্ছে আগামী ৭ দিনের মধ্যে। তারপর যেটা হয় যে দেড় বছর একটা লং সময় একসঙ্গে প্রতিদিন শুট করা, সকালবেলায় কল টাইমে হাজির হওয়া বলো, মেকআপ রুম বলো সবকিছু মিস করতে শুরু করি। সবটাই তো আর হবেনা। শেষ কদিন সবাই খুব ইমোশনাল ছিল। আমরা রিলস ও বানাতাম না। আসছি, কাজ করছি, চলে যাচ্ছি। সবার মধ্যে অদ্ভুত ল্যাথার্জি কাজ করতো।কি হবে। দুদিন পর তো শেষ হয়ে যাবে। এরকম অদ্ভুত জিনিস কাজ করছিল। কিন্তু কিছু করার নেই। শুরু হয়েছে যখন শেষ তো হবেই।জনতার কথাঃ এখন কি অন্য কোনও কাজের কথা চলছে?মৌলীঃ অন্য কোনও কাজের বলতে টুকটাক কাজের কথা হচ্ছে। টুকটাক ফটোশুট করছি। যোগাযোগ চলছে। দেখা যাক কি হয়। তবে ভালো চরিত্রের জন্য অপেক্ষা করছি। ভালো চরিত্র পেলে সঙ্গে সঙ্গে সেটা করবো। আর বড়পর্দায় বা ওয়েবে আমি কাজ করতে চাই। সেখানে ভালো চরিত্র পেলে ডেফিনেটলি করবো।জনতার কথাঃ ওয়েব বা সিনেমায় কোনো কাজের কথা হয়েছে?মৌলীঃ না সেইভাবে হয়নি। আমার ইন্ডাস্ট্রিতে পিআর খুব কম। পিআর নেই বললেই চলে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এখনও পর্যন্ত আমার স্ট্রাগেলটা অনেক বেশি।জনতার কথাঃ সামনেই বাংলা নতুন বছর আসছে। নতুন বছরে কি কোনও প্ল্যান আছে?মৌলীঃ আমার বাবার দোকান আছে। দোকানে ১লা বৈশাখের পুজো হয়। সেখানে ছোটবেলা থেকেই বাড়িতে মিষ্টি, ক্যালেন্ডার, পুজো সুন্দর একটা ব্যাপার চলে যার কিছুদিন আগে থেকে। দোকান সাজানো আগের দিন। তো এবারেও সেটা হবে। খুব এমারজেন্সি কোনও কাজ না থাকলে আমি বাড়ি যাবো। বাড়িতে গিয়ে বাড়ির লোকের সঙ্গে কিছুটা সময় কাটাবো।আর পুজোতে হেল্প করবো।